আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম সম্পর্কে নির্বাচন কমিশন (ইসি) সব রাজনৈতিক দলগুলোকে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) জানাবে। ইতোমধ্যে নিবন্ধিত সব রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি পাঠাতে বলেছে সংস্থাটি।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, 'আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীদের আপিল শুনানি সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২২ জানুয়ারি প্রচার প্রচারণা শুরু হবে।'
'প্রতীক বরাদ্দের পর হতে দেশ এবং দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনকৃত ভোটারগণ ভোট প্রদান শুরু করবেন। উক্ত ভোট সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত সময়সূচি অনুসারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে: নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) ২০ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট।'
অনুষ্ঠানে প্রত্যেক নিবন্ধিত রাজনৈতিক দলের টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন দুজন করে প্রতিনিধি এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তৎকর্তৃক মনোনীত টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন উপযুক্ত প্রতিনিধিকে যোগদান করার জন্য অনুরোধ করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর