নবম জাতীয় বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)। কমিশনের সুপারিশ অনুযায়ী, বৈশাখী ভাতা বর্তমান মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হবে।
সোমবার (১৯ জানুয়ারি) পে কমিশনের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী বুধবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে।
বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বৈশাখী ভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশ পাচ্ছেন। তবে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ভাতার হার বাড়ানোর সিদ্ধান্তে পৌঁছেছে কমিশন।
পে কমিশনের একজন সদস্য বলেন, বৈশাখী ভাতা বৃদ্ধির বিষয়ে কমিশনের মধ্যে ঐকমত্য হয়েছে এবং এ নিয়ে সুপারিশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ঈদ উপলক্ষে প্রদেয় বোনাস আগের নিয়মেই বহাল থাকবে, এতে কোনো পরিবর্তন আনার সুপারিশ করা হচ্ছে না।
তিনি আরও জানান, সামগ্রিকভাবে সরকারি কর্মচারীদের কল্যাণ ও আর্থিক স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যেই নবম পে স্কেলে বিভিন্ন ভাতা ও সুবিধা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর