মানিকগঞ্জে গণভোটের প্রচার কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত হয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ নয় মাস আলোচনা করে গণভোটের কার্যক্রমের আয়োজন করা হয়েছে। গণভোট এমন কোনো বিষয় নয় যে প্রধান উপদেষ্টা কিংবা তার পরিষদ এটাকে চাপিয়ে দিয়েছে। বরং এটা যদি আমরা না করি তাহলে আমরা দায়িত্বে অবহেলা করব।
মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রচারণা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
চলমান সিলিন্ডার গ্যাসের সংকট স্বীকার করে জ্বালানি উপদেষ্টা বলেন, কেবলমাত্র বেসরকারি খাতে এলপিজি রাখা ঠিক হবে না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে কিছুক্ষণ আগেই অনুমতি দেওয়া হয়েছে তারা এলপিজি আমদানি করতে পারবে। এলপিজি আমদানি হলে এই খাতে ভারসাম্য সৃষ্টি হবে এবং কেউ এই খাতে সুযোগ নিতে পারবে না।
এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারোয়ার আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর