জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান অভিযোগ করেছেন যে, ছাত্রদল সভাপতি না ভোটের প্রচারণায় অংশ নিয়েছেন। তিনি বলেন, বিএনপি এই না ভোটের প্রচারে অংশ নিয়ে মানুষের মন থেকে উঠে গেছে। যখন দেশ একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং শান্তিপূর্ণ নির্বাচনের আশা করা হচ্ছে, ঠিক তখনই বিএনপি ছাত্রদলকে ব্যবহার করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। জাহিদ আহসান বলেন, ছাত্রদল আজ ঋণখেলাপিদের পক্ষে অবস্থান নিয়েছে।
উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে ছাত্রশক্তির সভাপতি বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরীর ১৭ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করলেই উত্তরবঙ্গের উন্নয়ন হয়ে যাবে। তিনি আরও বলেন, আসলে ঋণখেলাপিদের পক্ষ নিয়ে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল জনসমাগম তৈরি করছে। ছাত্রদল সেক্রেটারি আসিফ মাহমুদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় বছরে বিএনপি নিজ দলের ২০০ নেতাকর্মীকে খুন করেছে, তার বিচার বাংলার মাটিতে হবে। এই খুনের বিচার বাংলার মানুষ দেখবে। তিনি দাবি করেন, বিএনপি যত খুন করেছে সেগুলো ওয়েল ডকুমেন্টেড। জাহিদ জানান, আমরা দেখলাম ছাত্রদল স্পষ্টত তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়েছে, কারণ তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।
জাহিদ আহসান আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে যেভাবে আওয়ামী লীগের কথায় আদালত চলেছিল, ঠিক সেভাবেই বর্তমান বিএনপির কথায় কোর্ট চলছে। তিনি আজ বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা ছাত্রশক্তি আয়োজিত হ্যাঁ যাত্রা ক্যাম্পেইনের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম সহ-সভাপতি রাফিয়া রেহনুমা হৃদি, প্রেস মিডিয়া সম্পাদক জাবের বিন নুর, জেলা ছাত্রশক্তির সভাপতি সাকিব, সাধারণ সম্পাদক সেলিম সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা আগামী সংসদ নির্বাচনের গণভোটে হ্যাঁ ভোটে ভোট দিতে আহ্বান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর