বিএনপি ক্ষমতায় এলে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, অতীতেও বিএনপি সবসময় দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তার ঢাল হিসেবে কাজ করে গেছে।
সোমবার (১৯ জানুয়ারি/২৬) দুপুরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চিতুলিয়া গ্রামে গারো সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মোতাহার হোসেন তালুকদার ১৪৭ নং সংসদীয় আসন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি ইনক্লুসিভ ও পজিটিভ বাংলাদেশ বিনির্মাণে গারোসহ অন্যান্য ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
এ লক্ষ্যে তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ একরাম হোসেন চৌধুরী পান্নাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর