তথ্যপ্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে মাইক্রোটিক সার্টিফাইড ট্রেইনার তিতাস সরকার সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড’-এ সম্মানজনক পুরস্কার অর্জন করেছে। তিনি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম BD E-Learning-এর প্রতিষ্ঠাতা।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘদিন ধরে নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি ও অন্যান্য আইটি স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক ভিডিও টিউটোরিয়াল তৈরি ও প্রকাশ করে আসছে তিতাস সরকার। তার তৈরি কনটেন্ট ইতোমধ্যে অসংখ্য শিক্ষার্থী ও আইটি পেশাজীবীর দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার প্রতিষ্ঠিত BD E-Learning প্রকল্পটি নিয়েই তিনি এ বছর ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডে আবেদন করেন।
তিতাস সরকার জানান, ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিকতায় একজন প্রকাশকের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তিনি তার অভিজ্ঞতা ও কনটেন্ট আরও গুছিয়ে চারটি প্রযুক্তি বিষয়ক বই প্রকাশ করেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বইটি হলো ‘MikroTik Router and Security।’ বই প্রকাশের পর MikroTik-এর আয়োজিত ‘MikroTik User Meeting’ কনফারেন্সে তিনি বইটি মাইক্রোটিকের কর্মীদের উপহার দেন। সে সময় মাইক্রোটিকের এক কর্মী তাকে মাইক্রোটিক সার্টিফাইড ট্রেইনার হওয়ার পরামর্শ দেন এবং থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘Train the Trainer’ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।
পরবর্তীতে তিনি ওই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সফলভাবে মাইক্রোটিক সার্টিফাইড ট্রেইনার হিসেবে স্বীকৃতি অর্জন করেন। এই অর্জনের ফলে তিনি আন্তর্জাতিকভাবে মাইক্রোটিক প্রশিক্ষণ প্রদান এবং ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষা নেওয়ার সুযোগ পান।
তিতাস সরকার আরও জানান, তিনি আরও উন্নত ডিজিটাল কনটেন্ট তৈরির পাশাপাশি সার্টিফাইড আইটি ইঞ্জিনিয়ারদের জন্য দেশ ও দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করতে চান।
কুশল/সাএ
সর্বশেষ খবর