ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটায় ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি ব্রিজ মাঝখান থেকে ভেঙে যাওয়ায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি কাঠ দিয়ে মেরামত করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসীরা।
এর আগে ব্রিজটির মাঝখানে ভেঙে কয়েকটি দুর্ঘটনা ঘটলে ঘারুয়া ইউনিয়ন পরিষদ থেকে আংশিকভাবে মেরামত করা হয়েছিল। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) চৌকিঘাটা থেকে ঘারুয়া অংশে রাস্তার বিটুমিন ঢালাই কাজের সময় রাস্তা সমান করার রোলার ব্রিজে উঠলে আবারও ব্রিজের মাঝখানে ভেঙে যায়। এর ওপর দিয়ে ছোট-বড় সব ধরনের যানবাহন ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে।
এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে তাঁরা জানান, চৌকিঘাটা দাখিল মাদ্রাসা সংলগ্ন বিশ্বাস বাড়ি ও শেখ বাড়ির মাঝখানে এই অত্যন্ত সরু ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কালের বিবর্তনে সেই দুই বাড়ির মধ্যখান মাটি দিয়ে ভরাট করায় ব্রিজের উপযোগিতা হারিয়েছে। তবুও ব্রিজটি থাকায় এর ওপর দিয়ে যানবাহন চলাচল করে। আগে থেকে ব্রিজটি সরু এবং দুই পাশে রেলিং না থাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্রিজের পরিবর্তে একটি কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মালিক নাজমুল হাসান বলেন, "আমি বিষয়টি জেনেছি। আপাতত কোনো বরাদ্দ না থাকায় কিছু করা সম্ভব নয়, তবে নির্বাচনের পর বরাদ্দ পেলেই ব্রিজটি সংস্কার করা হবে।" তিনি আরও বলেন, আগামী রবিবার তিনি ব্রিজটি পরিদর্শনে যাবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ-আবু-জাহের বলেন, "আমি জানতাম না। আপনার মাধ্যমে জানলাম। চৌকিঘাটা মাদ্রাসা সংলগ্ন ব্রিজের মাঝখানে ভেঙে পড়েছে, তা অতি দ্রুত সংস্কার করা হবে।"
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর