আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ জন প্রার্থীকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এ আসনে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ ( নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী ) আসনে যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত ৬ জন প্রার্থীকে তাদের নির্ধারিত দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা (ধানের শীষ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম (দাড়ি পাল্লা) জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান (লাঙ্গল) ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি ( হাতপাখা) জাকের পার্টির আব্দুল হাই (গোলাপ ফুল) এবং গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা (ট্রাক)।
প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা জোরদার করতে প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার (২২জানুয়ারি) থেকেই ভোটারদের মন জয়ে বাড়ি বাড়ি প্রচারে নামবেন প্রার্থীরা। তুলে ধরবেন নিজেদের প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসন জেলার নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত। কুড়িগ্রাম-১ আসনের মোট ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। ভোট কেন্দ্র ২৩১টি। তার মধ্যে নাগেশ্বরী উপজেলায় ভোটার রয়েছে ৩ লাখ ৫১ হাজার ৭৪৪ জন, ভোট কেন্দ্র রয়েছে ১৩৯টি। ভূরুঙ্গামারী উপজেলায় ভোটার রয়েছে ২ লাখ ১২ হাজার ২৩৪ জন। ভোট কেন্দ্র রয়েছে ৯২টি।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিীন ভাবে ভোট গ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা চলমান রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান তিনি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর