রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০টি মামলার আসামি দেশীয় অস্ত্র ও ছাগল চুরি মামলায় পৃথক অভিযানে তিন জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাজবাড়ীর পাংশা থানাধীন শরিষা ইউনিয়নের শেখপাড়া গ্রামের মেহেদীর বসত বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী মোঃ মিঠু শেখ (৩৫), পিতা- খোরশেদ শেখ, সাং- পালেরডাঙ্গী, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে দস্যুতা মামলার ঘটনায় ব্যবহৃত ১টি লোহার রড, ১টি হাসুয়া, বিভিন্ন নোটের ২,০০০/- টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ মিঠু শেখের নামে পাংশা থানায় ২টি অস্ত্র মামলা, ২টি চাঁদাবাজি মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ২টি মাদক মামলা এবং ৩টি অন্যান্য মামলা রয়েছে।
অপর ঘটনায় পাংশা থানাধীন কলেজ মোড় থেকে দুরুদ আলী প্রামানিকের নিকট হতে দুটি ছাগল উদ্ধার করা হয়, সেই সাথে সাবেক ইউপি সদস্য দরুদ আলী প্রামানিককে গ্রেপ্তার করা হয়। সেই সাথে মোঃ ইউসুফ আলী (৪০), পিতা- মোঃ আক্কেল আলী নামের সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বুধবার গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করেছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর