ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজবাড়ী-১ ও রাজবাড়ী -২ আসনের বৈধ ও চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১জানুয়ারি) সকাল ১০ টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে বৈধ ও চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।
জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন আসন থেকে ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয় এবং তাদের কেউ প্রত্যাহার করেনি।এই আসন থেকে মোট ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ), জাকের পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস (গোলাপ ফুল), জাতীয় পার্টি মনোনীত খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাড মো. নূরুল ইসলাম ( দাঁড়িপাল্লা) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
অপরদিকে, রাজবাড়ী-২ (পাংশা- বালিয়াকান্দি-
কালুখালী) আসনে মোট ৮ জন চূড়ান্ত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। তারা হলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন অর রশিদ হারুন (ধানের শীষ), জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু (কলস), ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল হিজাযী (শাপলা কলি), জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান (লাঙ্গল), গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাহিদ শেখ (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মালেক (হাত পাখা), খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম (দেয়াল ঘড়ি), সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী আব্দুল মালেক মন্ডল (ছড়ি) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
উল্লেখ্য, রাজবাড়ী-১ আসন থেকে ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জামা দিয়েছিলেন।যাচাই-বাছাই শেষে তাদের প্রত্যেকের মনোনয়ন পত্র বৈধ হয়। অপরদিকে রাজবাড়ী-২ আসন থেকে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। যাচাই-বাছাই এর দিন ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে রিটার্নিং অফিসার।
পরে নির্বাচন কমিশনে আপিল করে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. আব্দুল মালেক মন্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহা. আব্দুল মালেক ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ কুতুবউদ্দিনের মনোনয়ন বৈধ মঞ্জুর হয়। জোট গত কারণে পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ হারুন-অর-রশিদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ কুতুবউদ্দিন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী-১ আসনে ৪ জন প্রার্থী ও রাজবাড়ী-২ আসনে ৮ জন প্রার্থীর মাঝে আজ প্রতীক বরাদ্দ করা হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর