আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে ২০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। দলীয় পথিক পেয়েছেন ১৯ জন আর একমাত্র বিদ্রোহী প্রার্থী ডাঃ শহীদুল আলম পেয়েছে ফুটবল (স্বতন্ত্র) প্রতীক।
বুধবার (২১ জানুয়ারী) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাতক্ষীরা-১ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ), জামায়াতের মো. ইজ্জত উল্লাহ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল ইসলাম (হাতপাখা) ও জাতীয় পার্টির জিয়াউর রহমান (লাঙ্গল) প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাতক্ষীরা-২ আসনে এলডিপি ও এবি পার্টির প্রার্থীরা জামায়াতের সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করায় এখন মাঠে আছেন বিএনপির আব্দুর রউফ (ধানের শীষ), জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশু (লাঙ্গল), বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী (মশাল) ও ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম (হাতপাখা)।
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার না করায় তিনি স্বতন্ত্র হিসেবে লড়াই করছেন। তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির কাজী আলাউদ্দীন (ধানের শীষ), জামায়াতের হাফেজ রবিউল বাশার (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আলিপ হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী (হাতপাখা) ও বিএমজেপির রুবেল হোসেন (কবুতর) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করার পর লড়াইয়ে টিকে আছেন বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান (ধানের শীষ), জামায়াতের জিএম নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আব্দুর রশীদ ও ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান (হাতপাখা)।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়েই জেলাজুড়ে প্রার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে। আগামীকাল থেকেই চলবে প্রচার-প্রচারণা ও নিজ নিজ প্রতীকের ভোট প্রার্থনা।
এদিকে সাতক্ষীরা -৩ আসনে বিএনপি'র স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ডাঃ শহিদুল আলম।
কেন্দ্র থেকে বিএনপি'র প্রাথমিক সম্ভাব্য মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষণার পর থেকে উপজেলা বিএনপি'র একটি অংশ ডাঃ শহিদুল আলমের মনোনয়ন দাবীতে টানা ১৭ দিন মিছিল- সমাবেশ সহকারে বিক্ষোভ করলেও কোন সাড়া মিলেনি। ফলে তৃণমূলে তার কর্মী সমার্থকদের দাবীর মুখে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এর ফলে সাতক্ষীরার ৪ টি আসনের মধ্যে বিএনপির একমাত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে ডাঃ শহীদুল আলম ভোটের মাঠে টিকে আছেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর