লা লিগায় সর্বশেষ ম্যাচে হারের মুখ দেখলেও উয়েফা চ্যাম্পিয়নস লিগে বড় জয় পেয়েছে বার্সেলোনা। স্লাভিয়া প্রাগের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দলের জয়ে জোড়া গোল করেন ফারমিন লোপেজ। একটি করে গোল করেছেন দানি ওলমো ও রবার্ট লেভানডোভস্কি। প্রাগের হয়ে ভাসিল কুসেজ এক গোল এবং আরেকটি আত্মঘাতী গোল আসে লেভানডোভস্কির কল্যাণে।
প্রতিপক্ষের মাঠ ফরচুনা অ্যারেনায় খেলতে নামে কাতালানরা। ৫৯ শতাংশ বলের পজেশন রেখে ১৭টি শট নেয় বার্সা, এর মধ্যে ১২টি লক্ষ্যে ছিল। বিপরীতে ৮ শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে স্লাভিয়া প্রাগ।
ম্যাচটিতে কার্ডজনিত নিষেধাজ্ঞায় লামিনে ইয়ামালকে ছাড়াই দল সাজাতে হয়েছে হ্যান্সি ফ্লিককে। এরই মাঝে দশম মিনিটে চেক ফরোয়ার্ড ভাসিল কুসেজের গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরপর লোপেজের গোলে ৩৪ মিনিটে সমতায় ফেরে ফ্লিকের দল। মিনিট আটেক বাদেই ফের গোল করেন লোপেজ। পরক্ষণেই লেভার আত্মঘাতী গোলে ব্যবধান সমতা!
দ্বিতীয়ার্ধে বদলি নামার এক মিনিটের মাথায় ৬১তম মিনিটে গোল করেন দানি ওলমো। এরপর প্রথমার্ধে আত্মঘাতী গোলের প্রায়শ্চিত্ত করেন লেভা। ৭০তম মিনিটে রাশফোর্ডের কাট-ব্যাক পোলিশ তারকা এক টোকায় প্রাগের জালে পৌঁছান। এরপরও বার্সা ব্যবধান বাড়ানোর চেষ্টা চালালেও ৪-২ স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখে বার্সেলোনা ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে উঠে এলো বার্সেলোনা। তাদের সামনে থাকা আরও তিন দলেরও সমান পয়েন্ট ১৩। প্রথম পর্বে আরেকটি রাউন্ড বাকি। এরপর ৮টি দল সরাসরি শেষ ষোলোয় এবং ৯–২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ খেলবে বাকি আট দলের স্লট পূরণে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর