এলিমিনেটর ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক বনে যাওয়া ক্রিস ওকসের সামনে এবার সমীকরণটা ছিল আরও কঠিন। শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ বলে ২৪ রান। বিনুরা ফার্নান্দোর দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে ইঙ্গিত দিলেও, বাকি চার বলে আর কোনো সুযোগ দেননি শ্রীলঙ্কান পেসার।
শেষ ওভারে মাত্র ১১ রান দিয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে ১২ রানের জয় এনে দেন বিনুরা। সেই সঙ্গে রাজশাহীর ফাইনাল নিশ্চিত হয়।
নাজমুল হোসেন শান্তর দল দ্বিতীয় সুযোগটা কাজে লাগিয়ে শুক্রবারের ফাইনালে উঠে যায়, যেখানে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে রাজশাহীর সামনে।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। বিনুরার বোলিংয়ে দলীয় ৭ রানে জাকির হাসান ও আরিফুল ইসলাম শূন্য রানে ফিরলে চাপে পড়ে দলটি। তৃতীয় উইকেটে পারভেজ হোসেন ইমন ও স্যাম বিলিংস ৬৯ রানের জুটি গড়ে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন।
তবে ৪৫ রানে ইমন আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। শেষ পর্যন্ত ১৫৩ রানেই থামে তারা। স্লোয়ার, ইয়র্কার ও গতির মিশেলে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন বিনুরা ফার্নান্দো।
এর আগে ব্যাটিংয়ে রাজশাহী পায় ১৬৫ রান। জিমি নিশাম করেন ৪৪ রান, আর বিপিএলে খেলতে আজই ঢাকায় আসা কেন উইলিয়ামসন অপরাজিত থাকেন ৪৫ রানে। তানজিদ হাসান তামিম যোগ করেন ৩২ রান। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমান ইরশাদ।
সাজু/নিএ
সর্বশেষ খবর