২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিন সময় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত বিসিবি জানিয়ে দেওয়ার পর এই বিষয়ে আইসিসির বোর্ডসভায় আনুষ্ঠানিকভাবে আলোচনা ও ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।
আজ অনুষ্ঠিত আইসিসির ভার্চুয়াল বোর্ডসভায় ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশ অংশগ্রহণ না করলে তাদের জায়গায় টি–টোয়েন্টি বিশ্বকাপে একটি বিকল্প দল নেওয়া হবে। তবে এই সিদ্ধান্ত এখনই কার্যকর করা হচ্ছে না। এর আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে নিজেদের চূড়ান্ত অবস্থান আইসিসিকে জানাতে বলা হয়েছে। এ জন্য বিসিবিকে এক দিনের সময় দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকইনফো।
আইসিসির ভার্চুয়াল সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে প্রতিনিধিত্ব করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া এবং আইসিসির অন্যান্য সদস্য দেশের বোর্ড প্রতিনিধিরা।
আইসিসির পক্ষ থেকে সভায় অংশ নেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), হেড অব ইভেন্টস এবং লিগ্যাল অফিসার। সভায় মূলত টুর্নামেন্টের নিরাপত্তা, সময়সূচি, আয়োজক দেশের দায়িত্ব এবং অংশগ্রহণকারী দলগুলোর অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও বিভিন্ন ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে বিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতে দল পাঠানো নিয়ে তারা নিশ্চিত নয়। বিষয়টি জানার পরই আইসিসি জরুরি ভিত্তিতে বোর্ডসভা আহ্বান করে।
এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি সরকার ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে অংশগ্রহণ বা সরে দাঁড়ানোর বিষয়ে সিদ্ধান্ত জানালে, তার ভিত্তিতেই আইসিসি পরবর্তী পদক্ষেপ নেবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর