দুই সন্তানের জননী স্ত্রীর পরকীয়ার বলি হয়েছেন স্বামী আমির হোসেন (৩৫)। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী খোদেজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বরিশালের হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বুধবার (২১ জনাউয়ারি) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ১৮ জানুয়ারি দিবাগত রাতে মেঘনা নদীর পাড়ে গলা কেটে হত্যা করা হয় আমির হোসেনকে। নিহত আমির লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের স্বপন হাওলাদারের ছেলে। নিহতের লাশ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার মেঘনা বাজার সংলগ্ন এলাকা থেকে গত ১৮ জানুয়ারি দিবাগত রাতে গলাকাটা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হয়ে ঘটনার তদন্তে নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নিহত আমির হোসেনের ভাই শরীফ হাওলাদার বলেন, ১১ বছর আগে তার ভাই আমির হোসেনের সাথে একই গ্রামের বেল্লাল আকনের মেয়ে খোদেজা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে।
তিনি আরও জানান, মুন্সীগঞ্জের গনক বাজার এলাকার পাশাপাশি খাবারের হোটেলে কাজ করতেন আমির ও খোকন। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কে বাড়িতে যাতায়াতের সুবাদে খোকনের সাথে আমিরের স্ত্রী খোদেজা বেগমের দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে তার ভাইয়ের পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয়।
শরীফ হাওলাদার আরও বলেন, আমার ভাই আমির হোসেন জীবিত অবস্থায় আব্বাকে ফোন দিয়ে একাধিকবার এ কথা জানিয়েছিলেন। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, খোদেজা বেগম ও খোকনের পরকীয়া প্রেম থেকে সৃষ্ট বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তারা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর