নির্বাচনী প্রচারনার প্রথম দিনে লক্ষ্মীপুরে সাতসকালে ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের অনুসারীরা মারামারিতে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৪জন আহত হয়। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নির্বাচন অফিসার মো. ফারুক হোছাইন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি শুনার ওপর ইউএনওকে জানানো হয়েছে।
এর-আগে, সকাল ৯টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৬নং ওয়ার্ড) পশ্চিম চরমনসা গ্রামে এ মারামারির ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিএনপি কর্মী মো. শাহজাহান (৪০), জামায়াতকর্মী মো. ফিরোজ, শিবিরকর্মী মো. তাহসিন (১৮) ও সোহাগ।
খবর নিয়ে জানা গেছে, সকালে জামায়াতের প্রার্থী ডা. রেজাউল করিমের পক্ষে (দাঁড়িপাল্লা) প্রতীকে তার লোকজন ব্যানার টানানোর জন্য রিপুজি মার্কেট এলাকায় যায়। ওইসময় বিএনপির কর্মী শাহজাহান বাঁধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।
হাসপাতালে চিকিৎসাধীন জামাত নেতা ফিরোজ আলম গণমাধ্যমকর্মীদের জানান, সকালে ব্যানার টানাতে গেলে শাহজাহান বাঁধা দেয়। একপর্যায়ে শাহজাহানের পক্ষে কাসেম মাঝি এসে আমাদেরকে মারধর করে।
লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান বলেন, বিএনপিকর্মী শাহজাহান ভারসাম্যহীন। ততকালীন সময় আওয়ামী লীগের লোকজন তাকে নির্যাতন করে। মৃত ভেবে তারা শাহজাহানকে ফেলে যায়। ওই-থেকে শাহজাহান অনেকটাই অসুস্থ ও অসহায় হয়ে পড়ে। শুনলাম জামায়াত প্রার্থীর লোকজন ব্যানার টানাতে গেলে শাহজাহান বাঁধা দেয়। এজন্য তারা শাহজাহানকে মারধর করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানায়। পাশাপাশি আইনী সহযোগিতা নিব।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর