বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা বৃহস্পতিবার সকালে হালুয়াঘাটে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে। হালুয়াঘাটের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে ‘লেটস রান উইথ প্রিন্স’ শিরোনামে আয়োজিত ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা হয়।
ধানের শীষ প্রতীক ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সের ছবি সম্বলিত জার্সি পরিধান করে হালুয়াঘাটের প্রায় চার শতাধিক তরুণ ক্রিকেটার, ফুটবলার, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক কর্মী ম্যারাথনে অংশ নেন। এর আগে তিনি বাসা থেকে বের হয়ে ম্যারাথনে যাবার সময় দাদা, দাদি, বাবা, চাচাদের কবর জিয়ারত করেন।
হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ট্রাক স্ট্যান্ড পর্যন্ত ম্যারাথন দৌড়টি অনুষ্ঠিত হয়। নীরব ও শৃঙ্খলাপূর্ণ এই ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা হালুয়াঘাটের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করে এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। রাস্তার দুই পাশে জনসাধারণ ব্যতিক্রমধর্মী এই নির্বাচনী প্রচারণাকে স্বাগত জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, তরুণরাই এই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েই আলোকিত হালুয়াঘাট গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, আজকের এই ম্যারাথন শুধু একটি দৌড় নয়, এটি একটি বার্তা—সহিংসতা নয়, শালীনতা ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। খেলাধুলা, সংস্কৃতি ও স্বেচ্ছাসেবার মধ্য দিয়েই সমাজকে আলোকিত করা সম্ভব।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “হালুয়াঘাট ও ধোবাউড়ার তরুণ সমাজ যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, তবে এই জনপদ হবে উন্নয়ন ও সম্ভাবনার প্রতীক। আমি নির্বাচিত হলে তরুণদের জন্য হালুয়াঘাটে স্টেডিয়াম নির্মাণ, বছরব্যাপী খেলাধুলা, ফ্রী ওয়াই ফাই জোন, প্রশিক্ষণ, কল কারখানা স্থাপন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। বছরব্যাপী ক্রীড়া, সংস্কৃতি ও ধর্মীয় আয়োজনে যুব সমাজকে সম্পৃক্ত রেখে মাদকের ছোবল থেকে তাদের রক্ষা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করা হবে।”
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা পাঠ্যক্রমে ক্রীড়া ও সংস্কৃতি বিষয় বধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তিনি সবাইকে নির্বাচনী কাজে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আলোকিত হালুয়াঘাট গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
ম্যারাথন শেষে অংশগ্রহণকারী তরুণরা এই ব্যতিক্রমধর্মী আয়োজনকে স্বাগত জানান এবং আগামীতেও এ ধরনের ইতিবাচক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ম্যারাথনে এমরান সালেহ প্রিন্সের সাথে ক্রিকেটার এসোসিয়েশনের সভাপতি সুব্রত সরকার সুবির, সাধারণ সম্পাদক ইনজামুল হক রুমি, আপন ব্লাড ডোনার্স সোসাইটির কামরুল হাসান, তানভীর হোসেন নাহিন, মিশন এভেঞ্জার্স ক্রিকেট একাডেমির সালতানাৎ হোসেন সন্ধি, সাকিবুল হাসান শাওন, বাহির শিমুল ব্রাদার্স ইউনিট স্পোর্টিং ক্লাবের কায়েস উদ্দিন, হারুন অর রশিদ, ABO ব্লাড ডোনেট সোসাইটির তারিকুল ইসলাম, উঃ বাঘাইতলা সমাজ সেবা সংগঠন এর জাকির হোসেন জিহাদ, সানিয়াত ইসলাম স্বাধীন, জুগলী ইউনিয়ন ছাত্র সংসদ সোহানুর রহমান সৌরভ, মনিকুড়া স্পোর্টিং ক্লাবের ইব্রাহিম তালুকদার, সুলভ চিসিম, স্বেচ্ছায় রক্তদান সংগঠন আমান উল্লাহ আমান সহ চার শতাধিক তরুণ খেলোয়াড়, সমাজকর্মী উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর