আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা জোরদার করণের লক্ষ্যে নৌবাহিনী কন্টিনজেন্ট পাথরঘাটা কর্তৃক ফুট-পেট্রোল মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পাথরঘাটা কন্টিনজেন্ট এর লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল হক, (জি), বিএন (পি নংঃ ২৬৫৩) এর নেতৃত্বে ২ জন অফিসার এবং ৭০ জন বিভিন্ন পদবীর নৌবাহিনীর সদস্যা ফুট-পেট্রোল মহরা করে।
মহরাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাথরঘাটা উপজেলা পরিষদ হতে পৌরবাজার এলাকা প্রদক্ষিণ করে তালতলা বাসস্ট্যান্ড হয়ে পাথরঘাটা পৌরসভা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য,বরগুনার পাথরঘাটায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদার করণের লক্ষ্যে ও শান্তিপূর্ণ ও গণতন্ত্রকে শক্তিশালী এবং নিরাপদ ভোট গ্রহণ নিশ্চিত করতে নৌবাহিনী কন্টিনজেন্ট পাথরঘাটা কর্তৃক ফুট-পেট্রোল টিম মহরা পরিচালনা করে।
লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল হক বলেন, পাথরঘাটায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের নাশকতা, বিশৃঙ্খলা, সহিংসতা ও আইন ভঙ্গের চেষ্টা করলে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে এবং সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর