সৌদি প্রো লিগে বুধবার রাতে দামাকের বিপক্ষে ২–১ গোলের জয় পেয়েছে আল নাসর। ম্যাচের ৫০ মিনিটে দলের হয়ে একটি গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই গোলের মাধ্যমে আরও একটি ইতিহাস গড়েন তিনি। আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এখন সিআর সেভেন। সৌদি ক্লাবটির জার্সিতে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ১১৬।
সৌদি আরবে রেকর্ড গড়ার আনন্দের মধ্যেই নিজ দেশে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। পর্তুগালের মাদেইরা দ্বীপে রোনালদোর একটি ভাস্কর্যে অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনাটি বিশ্ব ফুটবলে ব্যাপক আলোড়ন তুলেছে। ‘সিআর৭ মিউজিয়াম’-এর সামনে থাকা ভাস্কর্যে আগুন ধরানোর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন এক তরুণ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
ফুনচাল শহরে অবস্থিত জাদুঘরের বাইরে ওই ব্যক্তি নিজেই ভাস্কর্যের ওপর দাহ্য তরল ঢেলে আগুন ধরান এবং পুরো ঘটনাটি ভিডিও করেন। ভিডিওতে তাকে অদ্ভুত ভঙ্গিতে নাচতেও দেখা যায়। পরে ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘এটি ঈশ্বরের শেষ সতর্কবার্তা।’
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। অভিযুক্তের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে তাকে মাদেইরার নেলিও মেনদোনকা হাসপাতালের মনোরোগ বিভাগে ভর্তি করা হয়েছে। ভাস্কর্যটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। শুরুতে আগুন পুরো ভাস্কর্যে ছড়িয়ে পড়লেও অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে দ্বীপের অন্য একটি স্থান থেকে সরিয়ে ভাস্কর্যটি বর্তমান স্থানে স্থাপন করা হয়। এর আগেও একবার মেসি-সমর্থকদের হামলার শিকার হয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সাম্প্রতিক এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন রোনালদোর অসংখ্য ভক্ত।
এ বিষয়ে পুলিশের এক সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানায়, অভিযুক্ত ব্যক্তি আগেও এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। সিআর৭ মিউজিয়ামের এক মুখপাত্র বলেন, ‘বিষয়টি বর্তমানে পুলিশের তদন্তাধীন। এ মুহূর্তে আমাদের আর কোনো মন্তব্য নেই।’
কুশল/সাএ
সর্বশেষ খবর