উত্তরী হাওয়ায় ভেসে ভেসে ষড়ঋতুর বাংলাদেশে আগমন ঘটে শীতকালের। লেপ-কম্বলের উষ্ণতার পাশাপাশি ঘরে ঘরে পড়ে যায় হরেক রকম পিঠা তৈরীর ধুম।
বাঙালি এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রতি বছর আয়োজন করে পিঠা উৎসবের। এই শীতেরই এক আকর্ষণ গ্রামের গান। বাংলার সংস্কৃতিকে আরো উজ্জীবিত রাখতে আর প্রাণে গানের সঞ্চার করতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দুইদিনব্যাপী ২২ ও ২৩ জানুয়ারি, “পিঠা উৎসব-১৪৩২” আয়োজন করেছিল। দুইদিনব্যাপী এই পিঠা উৎসবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ৭ টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাহারি রকমের পিঠা-পুলির ৭ টি স্টলসহ নানা আয়োজনে মুখরিত ছিল ক্যাম্পাস। শুধু পিঠা না, উৎসবের আকর্ষণ ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের। পল্লীগীতি-নাচ ও সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি দিয়েছে এক ব্যতিক্রমী অবয়ব ।
বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনের পাশাপাশি সম্মানিত শিক্ষকগনের অসাধারণ পরিবেশনায় অনুষ্ঠানটি নতুন মাত্রা লাভ করে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী সকাল ১১টায় উক্ত “পিঠা উৎসব-১৪৩২” এর শুভ উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মো: আনোয়ারুল কবির, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, এক্সাম কন্ট্রোলার, বিভিন্ন বিভাগের প্রধানগন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
সাজু/নিএ
সর্বশেষ খবর