ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিরাপত্তাজনিত উদ্বেগকে সামনে রেখে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই আবেদন নাকচ করে দেওয়ায় শেষ পর্যন্ত ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশের জন্য নিরাপত্তা প্রশ্নকে বড় ইস্যুতে পরিণত করেছে। তিনি মুস্তাফিজুর রহমানের আইপিএল দল থেকে বাদ পড়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন, “মুস্তাফিজ ইনজুরিতে ছিল না, সে নিজে নাম প্রত্যাহার করেনি, বিসিবিও তার এনওসি বাতিল করেনি। নিরাপত্তাজনিত কারণেই তাকে আইপিএলের একটি দল থেকে বাদ দেওয়া হয়েছিল। এই বিষয়টি জানার পরই আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি।”
বুলবুল জানান, নিরাপত্তা উদ্বেগের বিষয়টি সামনে আসার পর গত ৪ জানুয়ারি বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, “আমরা আইসিসিকে জানিয়েছি, এই পরিস্থিতিতে ভেন্যু পরিবর্তনের বিষয়টি সিরিয়াসলি বিবেচনা করতে। বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। আইসিসি অতীতের কয়েকটি উদাহরণ—১৯৯৬ ও ২০০৩ সালের ঘটনা—উল্লেখ করেছে। কিন্তু আমরা সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং আইসিসির নিজস্ব সিদ্ধান্তগুলোর দিকেই তাদের দৃষ্টি আকর্ষণ করেছি।”
বিসিবি সভাপতি স্মরণ করিয়ে দেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিরাপত্তাজনিত কারণে ভারত অংশ নেয়নি। সে সময় ভারতের সরকারের অনুমতি অনুযায়ী আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের খেলার ব্যবস্থা করেছিল।
এ প্রসঙ্গে বুলবুল বলেন, “একটি দেশ নিরাপত্তার কারণে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তখন নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করেছিল। তারা একটি হোটেলে থেকে একটি মাঠে খেলেছে—এটি ছিল একটি সুবিধা। পরে হাইব্রিড মডেলও চালু হয়েছে, যা মূলত নিরাপত্তার কারণেই। আমরা সেই উদাহরণ সামনে রেখে শ্রীলঙ্কায় খেলার কথা বলেছিলাম।”
তিনি আরও বলেন, শ্রীলঙ্কা যৌথ আয়োজক নয়, বরং হাইব্রিড মডেলের অংশ হিসেবে সেখানে অন্যান্য দেশের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। “আমরা সেই লাইনে আইসিসিকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তারপরও আমাদের আবেদন খারিজ করা হয়েছে,”—বলেন বুলবুল।
তবে এখানেই আলোচনা শেষ নয় জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “আমরা আজকেও আইসিসির সঙ্গে যোগাযোগ করবো। আর কী কী পথ খোলা আছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করবো।”
সাজু/নিএ
সর্বশেষ খবর