পঞ্চগড়ে তিন স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করে বাংলাদেশ জাসদের দুই প্রার্থী নির্বাচনী প্রচার শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়-১ আসনের প্রার্থী নাজমুল হক প্রধান এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী ইমরান আল আমীন নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে প্রথমে শহীদ মিনার, পরে মুক্তিযুদ্ধের বধ্যভূমি এবং শেষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করেন। এ সময় তাঁরা জয়বাংলা স্লোগান দেন।
জুলাই স্মৃতিস্তম্ভে সংক্ষিপ্ত পথসভায় বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, "জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে তাদের রক্ত ছুঁয়ে আমি বলতে চাই, অসংখ্য সংগ্রামের এই জনপদ বাংলাদেশ। হাজার বছরের বাংলাদেশ হিমালয় থেকে সুন্দরবন—এখানে নদী ছিল, মাঝি ছিল, পাহাড় পর্বত সবকিছুই ছিল। আমাদের জারি ছিল, সারি ছিল, কীর্তন ছিল, মর্শিয়া ছিল, হুলি গান ছিল—সবকিছুই ছিল, কিন্তু পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ ছিল না। অনেক কষ্টের এই বাংলাদেশ, অনেক সংগ্রামের এই বাংলাদেশ।
আজকে তিন স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য দিয়ে আমি শুধু এটুকু বলতে চাই, এই জনপদকে বিদেশি শকুনের নজর থেকে রক্ষা করতে হবে। এটাই এই নির্বাচনের শপথ। আমরা অনেকগুলো দল মিলে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন করেছি। আমরা কোনো জোটে নয়, জনগণের সঙ্গে থেকে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা যদি বিজয়ী হই, শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করব। ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।"
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর