গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় একটি ফার্মেসিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২২ জানুয়ারি ২০২৬ তারিখ উপজেলার জামালপুর ইউনিয়নের বাসাইর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।
আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাসাইর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ‘সেবা ফার্মেসি’ নামক একটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার পরিপন্থী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের মালিক উত্তম কুমার দত্তকে ১টি মামলায় সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত উত্তম কুমার দত্ত ওই এলাকার রঞ্জিত কুমার দত্তের ছেলে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র। আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য ও ঔষধ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর