থার্ড ওয়ার্ল্ড ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল ম্যাচে মাস্টার পাড়া ক্রিকেট ক্লাবকে (এমসিসি) হারিয়ে ম্যাক্স ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাজারী ব্রিকস'র আয়োজনে লমী হাজারী বাড়ির মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজম হাজারী, মোহাম্মদ বেলাল, খোরশেদ আলম মিয়া হাজারী, সাইফুল হাজারী, ফয়সাল বিন আব্দুল আজিজ, বাবু ইসলাম প্রমুখ। এ সময় আয়োজক কমিটি দৈনিক আমার ফেনীকে বলেন, সম্পর্ক স্থাপনসহ সমাজের সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে এমন ব্যতিক্রমী আয়োজনের খুব দরকার, যেটা প্রথম থেকেই থার্ড ওয়ার্ল্ড ক্লাব আয়োজন করে আসছে।
ফাইনাল খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। খেলায় মোট ৩২টি দল অংশগ্রহণ করে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর