পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উত্তবঙ্গ আমাদের কলিজার অংশ, উত্তরবঙ্গকে ইচ্ছা করে পিছিয়ে রাখা হয়েছে, উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী গড়ে তুলতে চাই, জনগনের ভালবাসা দিয়ে বেকার দায় দয়ামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই, আমরা যুবকের হাতের সাথে যুবতিদের হাতে কাজ দিয়ে শক্তিশালী করতে চাই..পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
প্রতিনিধি, পঞ্চগড় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান বলেছেন উত্তবঙ্গ আমাদের কলিজার অংশ, উত্তরবঙ্গকে ইচ্ছা করে পিছিয়ে রাখা হয়েছে, উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী গড়ে তুলতে চাই, জনগনের ভালবাসা দিয়ে বেকার দায় দয়ামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই, আমরা যুবকের হাতের সাথে যুবতিদের হাতে কাজ দিয়ে শক্তিশালী করতে চাই, কারও দয়ার পাত্র হয়ে বাংলাদেশে বসবাস করতে চাই। পরের ধনে পোদ্দারি করবো এমন বাংলাদেশ চাইনা। তিনি বলেন এতদিন টেকনাফ থেকে তেঁতুলিয়া বলা হতো এটি উল্টিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ বলা হবে।
জামায়াত আমীর বলেন উত্তরবঙ্গের চারটি নদী মরে কঙ্কাল হয়ে গেছে কিন্ত নদীগুলোকে কেন মারা হলো দেশে কি মা বাবা ছিলনা। তাহলে নদীগুলোর এমন অবস্থা কেন? শরীরের যেমন রক্তনালী রক্ত নালী দিয়ে বিভিন্ন অঙ্গে যায় ঠিক তেমনি নদীগুলো এই দেশের রক্তনালীর মত। আল্লার দান এই নদীগুলোকে খুন করা হয়েছে। বিএনপি’র উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন এই দেশে বসন্তের কোকিলের মত আসে এসে বলে কুহু কুহু এরপরে ওদেরকে আর খুঁজে পাওয়া যায়না তারা উড়ে আসে জুড়ে বসে। মানুষের সাথে তৃনমূলের সাথে গরীব দূ:খীদের সাথে এদের কোন সম্পর্ক নাই। তিনি বলেন আমরা এই রাজনীতিকে ঘৃনা করি আমরা ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ্ । দেশবাসীকে ফেলে চরম বিপদের সময়ও আমরা কোথাও যাইনি আগামিতে প্রিয় দেশবাসী আপনাদের ফেলে যাবোনা। দেশবাসীকে সাথে নিয়ে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ ।
প্রিয় বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। ডা. শফিকুর রহমান বলেন আমরা সরকার গঠন করলে শুধু নদীর জীবন ফিরিয়ে আনার সাথে সাথে মানুষের জীবনের কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনবো। তিনি বলেন উত্তরবঙ্গের চেহারা বদলানোর জন্য পাঁচ বছরই যথেষ্ঠ। জামাতে ইসলামীর এই নেতা বলেন উত্তর বঙ্গের মাটি উর্বর এখানকার মানুষ পরিশ্রমি এই এলাকা পিছনে থাকার প্রশ্নই উঠেনা। ষড়যন্ত্র করে বঞ্চিত করে উত্তরবঙ্গকে পিছনে রাখা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন যদি আল্লাহর রহমতে দায়িত্ব পাই তাহলে চিকিৎসা ব্যবস্থা উন্নত করা হবে। দেশের ৬৪ জেলায় মেডিক্যাল কলেজ করা হবে। পঞ্চগড়েও মেডিক্যাল কলেজ করা হবে। ক্ষমতায় আসলে দেশের ২৮লাখ কোটি টাকা বিদেশে পাচার করা টাকা তাদের পেটর ভেতর হাত দিয়ে বের করে আনার হুশিয়ারি দেন তিনি। ডা. শফিকুর রহমান শুক্রবার দুপুরে জামায়াতে ইসলামী আয়োজিত পঞ্চগড় চিনিকল মাঠের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
এ সময় জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেলন মাওলানা আব্দুল হালিম, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে সাধারন সম্পাদক প্রভাষক দেলওয়ার হোসেনে সঞ্চালনায় পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি মার্কার প্রার্থী সারজিস আলম, পঞ্চগড়-২ আসনের ১০ দলীয় জোটের দাড়িপাল্লাহ প্রতিকের প্রার্থী সফিউল আলম, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভিপি জাহিদ হাসান সহ জোটের শরীক বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
পরে পঞ্চগড়ের দুটি আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থীর হাতে শাপলা কলি এবং দাড়িপাল্লাহ প্রতিক তুলে দেন। নির্বাচনী এই জনসভায় জেলার প্রায় লাখো নেতাকর্মী সাধারন মানুষ অংশ নেয়। মো. হারুন অর রশিদ পঞ্চগড়, ২৩ জানুয়ারি ২০২৬
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর