বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না- এই অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের সিদ্ধান্ত থেকে সরে আসাতে গত বুধবার আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি জরুরি সভা ডাকে। ওই সভায় ভোটাভুটিতে বাংলাদেশের প্রস্তাব ১৪–২ ব্যবধানে নাকচ হয়ে যায়। এরপর অবস্থান পুনর্বিবেচনার জন্য বিসিবিকে আরও ২৪ ঘণ্টা সময় দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা। তবে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয়, ভারত ছাড়া অন্য কোথাও হলে তারা বিশ্বকাপে অংশ নেবে না।
শেষ চেষ্টা হিসেবে আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আপিল করে বিসিবি। কিন্তু ডিআরসির এখতিয়ারের বাইরে হওয়ায় সেই আপিলের শুনানি হচ্ছে না। ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী, বোর্ড পরিচালকদের মাধ্যমে গৃহীত আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করতে পারে না এই কমিটি।
এখন বিসিবির সামনে শেষ পথ হিসেবে ক্রীড়া আদালতে যাওয়ার সুযোগ খোলা রয়েছে। পিটিআই-কে বিসিবির একটি সূত্র জানিয়েছে, “বিসিবি তাদের সব সম্ভাব্য বিকল্প যাচাই করছে। যদি ডিআরসি বিপক্ষে রায় দেয়, তাহলে একমাত্র পথ হবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।”
এরই মধ্যে আইসিসি চেয়ারম্যান জয় শাহ দুবাইয়ে পৌঁছেছেন বলে জানা গেছে। সেখানে তিনি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিতে পারেন। পাশাপাশি বাংলাদেশের এই অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই।
পিটিআই-কে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, “আমিনুল ইসলাম বুলবুলের ওপর আইসিসি বোর্ডের সদস্যরা ক্ষুব্ধ। আইসিসিকে আগে না জানিয়ে সংবাদ সম্মেলন করা ঠিক হয়নি। আসিফ নজরুল আইসিসির সঙ্গে সংশ্লিষ্ট নন, কিন্তু আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই সংবাদ সম্মেলনে যাওয়াটা বুলবুলের করা উচিত হয়নি।”
কুশল/সাএ
সর্বশেষ খবর