বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল ম্যাচ শুরু হয়েছে। টস জিতে চট্টগ্রাম রয়েলস রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ের জন্য পাঠিয়েছে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল। চলতি আসর জুড়ে চট্টগ্রাম রয়েলস এবং রাজশাহী ওয়ারিয়র্স দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছেছে।
চট্টগ্রাম রয়েলস এ নিয়ে তৃতীয়বার এবং টানা দ্বিতীয়বার ফাইনালে খেলছে। গত আসরে তারা ফরচুন বরিশালের বিপক্ষে হারিয়েছিল। এর আগে ২০১৩ সালের ফাইনালে ঢাকার বিরুদ্ধে হেরে যায় চট্টগ্রাম। আজ তৃতীয়বার ফাইনালে উঠে শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন দলটি প্রথমবারের মতো শিরোপা জেতোর চেষ্টা করছে।
অন্যদিকে রাজশাহী বিপিএলের সপ্তম আসরে খুলনাকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল। আজ ১২তম আসরে বিপিএলের দ্বিতীয় শিরোপা জিততে চায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।
কুশল/সাএ
সর্বশেষ খবর