ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ। এ ইস্যুতে আইসিসির কাছে আবেদন করেও কোনো ইতিবাচক সাড়া পায়নি বিসিবি। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ। তবে পুরো বিষয়টি নিয়ে এখনো নীরব ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি মিথুন মানহাসের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেন সাংবাদিকরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে রায়পুরে যান তিনি। স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হলেও প্রতিবারই বাংলাদেশ ইস্যু এড়িয়ে যান মানহাস।
সবশেষ তড়িঘড়ি করে গাড়িতে ওঠার সময় কিছুটা বিরক্তির সুরে তিনি বলেন, “আমি এখানে রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসেছি।” অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
উল্লেখ্য, বুধবার আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের আবেদন প্রত্যাখ্যান করে। এর পরদিনই বাংলাদেশ সরকার ও বিসিবি ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা আসে—ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ।
আইসিসির এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তাঁর অভিযোগ, আইসিসি দ্বৈত নীতি অনুসরণ করছে। তবে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ কিংবা বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে এখনো কোনো অবস্থান জানায়নি বিসিসিআই। বিশ্লেষকদের মতে, এ ইস্যুতে কৌশলগতভাবে সামনে না এসে বিষয়টি আইসিসির ওপর ছেড়ে দিচ্ছে ভারত—একপ্রকার কূটনৈতিক খেলাই খেলছে তারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর