সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি বাংলাদেশের টি-টোয়েন্টি দলের ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্তকে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের পেছনে বিসিবি নয়, বরং রাজনৈতিক হস্তক্ষেপ আছে। খবর এনডিটিভি এবং এএনআই-এর সঙ্গে সাক্ষাৎকারে তিওয়ারি এসব কথা জানান।
তিওয়ারি বলেন, বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদে ভারতে অবস্থান করছেন, তখন ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অযৌক্তিক।
তিনি আরও বলেন, “সাধারণত অন্যান্য দেশে ক্রিকেট বোর্ড স্বশাসিত, আর রাজনৈতিক হস্তক্ষেপ সীমিত। কিন্তু বাংলাদেশে রাজনীতি ক্রিকেটে ঢুকে পড়েছে। এর কারণে বোর্ডের পক্ষ থেকে নয়, রাজনৈতিক চাপেই এমন সিদ্ধান্ত এসেছে। নিরাপত্তার প্রশ্ন থাকলে প্রধানমন্ত্রীও তো নিরাপদে থাকতে পারছেন।”
মনোজ তিওয়ারি বলেন, “বিসিবির এই সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেলোয়াড়রা। তাদের স্বপ্ন ছিল দেশের হয়ে বিশ্বকাপে অংশ নেওয়া ও ক্যারিয়ার উজ্জ্বল করা, কিন্তু তারা কিছুই করতে পারছেন না। বোর্ডের সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক চাপের ফলাফল এটি।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “আইসিসি এত শক্তিশালী সংস্থা হওয়া সত্ত্বেও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? রাজনীতি খেলাধুলায় ঢুকলে এমন পরিস্থিতি হয়, এবার তার প্রমাণ আবার দেখা গেল।”
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারত-বাংলাদেশ সম্পর্কেও উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার দাবি জানায়। এর পর কলকাতা নাইট রাইডার্সও বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে সরিয়ে দেয়।
এরপরই বিসিবি ভারত সফরের জন্য দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন করে। তবে আইসিসি সেই আবেদন খারিজ করে, পরিষ্কার জানায়—নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে, নতুবা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর