রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে গতকাল শুক্রবার পর্দা নেমেছে বিপিএলের ১২তম আসরের। একপেশে শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের ব্যবধানে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়নের মুকুট জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ১৭৪ রান। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান ওপেনার তানজিদ হাসান তামিম। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় চট্টগ্রাম। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ১১১ রানে।
চ্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী ওয়ারিয়র্স প্রাইজমানি হিসেবে পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার্সআপ চট্টগ্রাম রয়্যালসের ঝুলিতে গেছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
ফাইনালে ম্যাচ জেতানো সেঞ্চুরির সুবাদে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তানজিদ হাসান তামিম। এ জন্য তিনি পেয়েছেন ৫ লাখ টাকা। পুরো টুর্নামেন্টে ১৩ ইনিংসে ৩৫৬ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
অন্যদিকে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলামের হাতে। অসাধারণ বোলিংয়ে পুরো আসরে তিনি শিকার করেন ২৬ উইকেট, যা বিপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। টুর্নামেন্ট সেরা হিসেবে ১০ লাখ টাকা এবং সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে ৫ লাখ টাকা—মোট ১৫ লাখ টাকা জিতেছেন শরীফুল।

সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার জিতেছেন সিলেট টাইটানসের পারভেজ হোসেন ইমন। ১২ ইনিংসে ৩৯৫ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান পেয়েছেন ৫ লাখ টাকা।
টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের ডানহাতি পেসার রিপন মণ্ডল। মাত্র ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে নজর কাড়েন ২২ বছর বয়সী এই পেসার। এ জন্য তিনি পেয়েছেন ৩ লাখ টাকা।
এছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডার হিসেবে ৩ লাখ টাকা পুরস্কার জিতেছেন রংপুর রাইডার্সের লিটন দাস। কিপিং না করেও আউটফিল্ডে সর্বোচ্চ ১০টি ক্যাচ নিয়ে সবার থেকে এগিয়ে ছিলেন তিনি।
বিপিএলের ১২তম আসর এভাবেই জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো, রেখে গেল নতুন চ্যাম্পিয়নের গল্প।
সাজু/নিএ
সর্বশেষ খবর