যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে এক ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনার সময় ঘরের ভেতরে উপস্থিত তিন শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) জর্জিয়ার লরেন্সভিল শহরের একটি বাসভবনে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে।
গুলিবর্ষণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কনস্যুলেট জানায়, পারিবারিক কলহ থেকে উদ্ভূত এই মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। এতে একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম ফক্স৫ জানিয়েছে, গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তি বিজয় কুমার (৫১), তিনি আটলান্টার বাসিন্দা। গুইনেট কাউন্টি পুলিশের তথ্যমতে নিহতরা হলেন— কুমারের স্ত্রী মীমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)।
প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর হামলা, চারজনকে নির্মমভাবে হত্যার অভিযোগ, শিশুদের বিরুদ্ধে একটি প্রথম ডিগ্রির নিষ্ঠুরতা এবং দুটি তৃতীয় ডিগ্রির নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।
এনডিটিভি বলছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত প্রায় আড়াইটার দিকে পুলিশ ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে জরুরি ফোনকল পায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করে, যাদের প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন ছিল।
পুলিশ জানায়, গুলিবর্ষণের সময় বাড়ির ভেতরে কুমারের ১২ বছর বয়সি শিশুসহ তিনটি শিশু ছিল। তারা প্রাণ বাঁচাতে একটি আলমারিতে লুকিয়ে পড়ে। এদের মধ্যে একজন শিশু সাহসিকতার সঙ্গে ৯১১ নম্বরে ফোন করে পুলিশের কাছে ঘটনার তথ্য জানায়। ওই ফোনকলের কারণেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। শিশুদের পরিবারের এক সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর