কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল উত্তর-মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ১১তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত বাকশীমূল উত্তর-মধ্যপাড়া এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ করেন প্রখ্যাত আলেমে দ্বীন ও তরুণ আলোচক হযরত মাওলানা মাসুম বিল্লাহ রসুলপুরী। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মোফাচ্ছিরে কোরআন আলহাজ হযরত মাওলানা হাফেজ ওবায়দুস সুবহান মামুন সাঈদী।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ ইঞ্জি. মো. শাহ আলমের সভাপতিত্বে এবং মাহফিল কমিটির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাকশীমূল সুন্নীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মফিজুল ইসলাম, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ মোল্লা আল-আমিন শিল্পী, আবিদপুর গাউছুল আজম সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সালাম আজাদী এবং বাকশীমূল সুন্নীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাশহুদুর রহমান।
মাহফিলে উপস্থিত ছিলেন গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রকাশক শরীফ সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। যুব সমাজের পক্ষে আয়োজনে ছিলেন আর্মি আরিফুল ইসলাম, ইঞ্জি. মাহবুব উল আলম, হাজী মো. জাকির হোসেন, ওমান প্রবাসী সোহেল রানা, জামসেদ আলম, হাবুল, দুলাল, রুবেল, বিল্লাল হোসেন, কাউছার, মাসুক, জুয়েল, রবিউল, মাছুম, সুমন ও নাছির উদ্দিনসহ দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীরা।
মাহফিলে কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ হযরত মাওলানা হাফেজ ওবায়দুস সুবহান মামুন সাঈদী।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর