পঞ্চগড় বিনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়- ১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন গণতান্ত্রিক ও শান্তিপূর্ন পদ্ধতিতে মত প্রকাশ করা উচিত। শক্তি প্রয়োগ করে কারও ক্ষতি করে মত প্রকাশ করা উচিত নয়।
তিনি বলেন, মতামতের পার্থক্য থাকবেই, কিন্তু সেই মতামতের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। শ্রদ্ধাবোধ না থাকলে রাজনীতি কিংবা সভ্য সমাজ গঠন সম্ভব নয়। মতের অমিলের কারণে কারও বাড়ি, গাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা কখনোই গ্রহনযোগ্য হতে পারে না। তিনি আরও বলেন, পৃথিবীর সব দেশেই মানুষের মধ্যে ভিন্নমত রয়েছে। কিন্তু সেই ভিন্নমত প্রকাশের একটি নিয়মতান্ত্রিক ও সভ্য উপায় আছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে পূরাতন পঞ্চগড় এলাকার মনোয়ারা কনভেশন সেন্টার পঞ্চগড় কেমিন্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ঔষধ ব্যাবসায়ীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় পঞ্চগড় কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল,পৌর বিএনপির ১ নম্বর সদস্য সাসমুজ্জামান জামান বিপ্লব, জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারী রুবেল বক্তব্য দেন।
বক্তারা ঔষধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সমিতির সদস্যদের সাথে কাজ করার অঙ্গিকার করেন। মতবিনিময় সভায় সংগঠনটির সাধারন সম্পাদক হারুন অর রশিদ বাবু সহ জেলার পাঁচ উপজেলার প্রায় এক হজার ঔষধ ব্যবসায়ী উপস্থিত ছিল।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর