গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এক এজেন্টের মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানি কালেক্টর মো: হাবিবুর রহমান আহত হয়েছেন।
রবিবার বিকেলে আনুমানিক ৪টার দিকে চান্দনা-চৌরাস্তার আউটপাড়া এলাকার কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত হাবিবুর রহমানকে উদ্ধার করে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ ককটেল বিস্ফোরণ ও ২৪ লাখ টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্টের মানি কালেক্টর হাবিবুর রহমানের কাছে থাকা ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।
ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট শাখার কর্মরত কয়েকজন জানান, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার একটি ডাচ্ বাংলা এজেন্ট শাখা থেকে চান্দনা-চৌরাস্তার মূল শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২৫ লাখ টাকা বহন করছিলেন মানি কালেক্টর হাবিবুর রহমান। এ সময় দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর