রিটার্ন টিকিট না কেটেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেন—এমন গুঞ্জন রোববার বিকেল থেকেই ছড়িয়ে পড়ে। এ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে সেগুলোকে ‘মিথ্যা’ দাবি করে বুলবুল বলেছিলেন, তিনি কোথাও যাচ্ছেন না এবং বিসিবিতে কাজের চাপ থাকায় দেশেই অবস্থান করছেন।
তবে শুরুতে অস্বীকার করলেও কয়েক ঘণ্টা পরই মধ্যরাতে দেশ ছাড়েন বিসিবি সভাপতি। বিমানবন্দর সূত্রের বরাতে দেশীয় সংবাদমাধ্যম ডেইলি সান জানিয়েছে, রোববার গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর বিসিবিতে নিজের ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় তিনি শিগগির দেশে নাও ফিরতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বুলবুলের দেশত্যাগ এমন এক সময়ে হলো, যখন নানা ইস্যুতে কঠিন সময় পার করছে দেশের ক্রিকেটাঙ্গন। বিশ্বকাপ ইস্যুতে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল ক্রিকেটপাড়া। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এর পাশাপাশি সদ্য সমাপ্ত বিপিএলে এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এরই মধ্যে একজন পরিচালক পদত্যাগ করেছেন, আর শিগগির আরও দুজন পরিচালক পদত্যাগপত্র জমা দিতে পারেন—এমন গুঞ্জনও রয়েছে। সব মিলিয়ে দেশের ক্রিকেটাঙ্গনের পরিস্থিতি যখন টালমাটাল, ঠিক সেই সময় বিসিবি সভাপতির দেশ ছাড়ার ঘটনায় নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।
উল্লেখ্য, রোববার বিকেলে বিসিবি সভাপতির দেশ ছাড়ার সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশের পর বুলবুল তা সরাসরি অস্বীকার করেন।
তিনি বলেন,“আমি সারাদিন আজকে অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালকেও কাজ করব। এখন অনেক কাজের চাপ। পরিবারের কাছেও যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না।”
তিনি আরও বলেন,“ক্রিকেট বোর্ডে আমার বেশ কিছু কাজ আছে। আমি জানি না, কোত্থেকে এসব নিউজ আসে। এগুলো ফলস নিউজ। ফলস নিউজ আমাদের সবার কাজের গতি স্লো করে দেয়। লেটস ট্রাই টু স্পিক ট্রুথ।”
তবে ওই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরই দেশ ছাড়েন বিসিবি সভাপতি। বিমানবন্দর সূত্রের বরাতে ডেইলি সান জানিয়েছে, বুলবুল রোববার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সূত্রটি আরও জানায়, তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান, তবে এবার কবে ফিরবেন—তা নিশ্চিত নয়।
প্রতিবেদনের শেষাংশে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর বিসিবিতে নিজের অবস্থান নিয়ে অনিশ্চয়তার কারণে বুলবুলের দ্রুত দেশে ফেরার সম্ভাবনা কম।
সূত্র: ডেইলি সান
সাজু/নিএ
সর্বশেষ খবর