বাংলাদেশ ক্রিকেট দল নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের কোনো ম্যাচ খেলতে অনড় থাকায় টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বাংলাদেশ নিজ অবস্থান থেকে নড়েনি, তাই তাদের অংশগ্রহণ বাতিল করা হয়েছে।
এ ঘটনায় উত্তেজনা তৈরি হয় যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে উগ্রপন্থীদের চাপে বাদ দেওয়া হয়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে দল ভারতে সফরে যেতে রাজি নয়। বিসিবি এমনকি সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেয়ার প্রস্তাবও দিয়েছে।
তবে আইসিসি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশকে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকায় আইসিসি তাদের বাদ দেয় এবং স্কটল্যান্ডকে সুযোগ দেয়।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, সময়সীমা ঘোষণার পরও আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত বিসিবি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এক ভিডিও কনফারেন্স বৈঠকে উত্তেজনা চরমে ওঠে, এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইসিসির যুক্তি মানতে অস্বীকৃতি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচ খেলার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশ থাকাকালীন তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। এখন সেই জায়গায় অংশ নেবে স্কটল্যান্ড, যারা সরাসরি যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের কারণে সুযোগ পেয়েছে।
এ ঘটনা বাংলাদেশের ক্রিকেট ভক্ত ও ক্রিকেটাঙ্গনের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর