ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমাকে শোকজ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৬ জানুয়ারি) এ শোকজ পাঠানো হয়। বিষটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এ শোকজ নোটিশে কি উল্লেখ করা হয়েছে তা জানা যায়নি।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসা বহিরাগত কিশোরদের কান ধরে ওঠবস করার জেরে বিতর্কের মুখে পড়ে সর্বমিত্র। সমালোচনার মুখে আজ সোমবার দুপুরে এ ঘটনায় ক্ষমা চেয়ে নিজের ফেসবুক থেকে পোস্ট করেন সর্ব মিত্র। সেখানে তিনি ডাকসুর সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণাও দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর