গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে জনসমর্থন আদায়ে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখার দৃষ্টিনন্দন স্থানে ব্যানার প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গত ১১ জানুয়ারি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)দের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণায় ব্যাংকগুলো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল ব্যবহার করতে পারবে।
সার্কুলারে বলা হয়, প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশনার আলোকে জুলাই জাতীয় সনদ ২০২৫–এ অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সব শাখা ও উপশাখার দৃশ্যমান স্থানে দুটি ব্যানার প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ জন্য সার্কুলারের সঙ্গে দুটি ব্যানারের নমুনাও সংযুক্ত করা হয়েছে। এর একটি ব্যানারে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ আহ্বান জানানো হয়েছে এবং অন্যটিতে প্রস্তাবিত পরিবর্তনের মূল বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
জানা গেছে, গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশনার পরই বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানার সব ব্যাংক শাখায় ব্যানার টানানো হয়েছে। বেসরকারি খাতের অনেক ব্যাংক শাখায়ও এরই মধ্যে এ ব্যানার দেওয়া হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর