ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে এরই মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। এবার সেই সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সর্বশেষ তথ্য অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য বাংলাদেশ থেকে আইসিসিতে যেসব ক্রীড়া সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন করেছিলেন, সেগুলোর সবই বাতিল করে দিয়েছে আইসিসি। এর ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছেন না।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। বাংলাদেশ দলের ম্যাচসহ পুরো বিশ্বকাপ কাভার করার জন্য আইসিসি নির্ধারিত ফরম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা আবেদন করেছিলেন।
বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিক বা না নিক—এ বিষয়টি বিবেচনায় না নিয়েই উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সাংবাদিক ভারত ও শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কাভার করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আইসিসির এই সিদ্ধান্তে সেই প্রস্তুতি সম্পূর্ণভাবে ভেস্তে গেছে।
ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ প্রথম বিশ্বকাপে অংশ নেয় ১৯৯৯ সালে। সেই আসর থেকে শুরু করে ওয়ানডে ও টি-টোয়েন্টি—প্রতিটি বিশ্বকাপেই নিয়মিতভাবে বাংলাদেশি সাংবাদিকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। এমনকি ১৯৯৯ সালের আগেও, যখন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে খেলেনি, তখনও বিভিন্ন বিশ্বকাপ আসর কাভার করার অভিজ্ঞতা ছিল বাংলাদেশের সাংবাদিকদের।
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে দেশের মানুষের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকায় প্রায় প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানই এই টুর্নামেন্ট কাভার করার জন্য সাংবাদিক পাঠিয়ে থাকে।
আইসিসির এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ক্রীড়া সাংবাদিকরা। তারা এই সিদ্ধান্তকে নজিরবিহীন ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টিতে দেশের সর্বমহল থেকে প্রতিবাদ জানানোরও আহ্বান জানিয়েছেন তারা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর