বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ—এই খবর এখন আর নতুন নয়। এরই মধ্যে আইসিসি বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নামও ঘোষণা করেছে। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তে অসন্তুষ্ট পাকিস্তান। শুরু থেকেই তারা বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে আসছে।
এবার পাকিস্তানের গণমাধ্যমে উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকর খবর। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের বহুল আলোচিত ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান। পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এ বিষয়ে আরেকটি সূত্রে জিও সুপার জানিয়েছে, পুরো টুর্নামেন্ট নয়—শুধু ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচটি বয়কটের চিন্তাভাবনা করছে পাকিস্তান। অর্থাৎ, একটি ম্যাচ না খেলেই বিশ্বকাপ চালিয়ে নেওয়ার পরিকল্পনাও আলোচনায় রয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। সালমান আগার নেতৃত্বাধীন দলটি গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। বোর্ডের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, প্রতিবাদের বিভিন্ন বিকল্প বিবেচনায় রয়েছে পিসিবি এবং সব পথই খোলা রাখা হয়েছে। এমনকি প্রয়োজনে পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানোর বিষয়টিও আলোচনায় আছে।
সূত্রগুলো আরও জানায়, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে আইসিসিকে আর্থিক ও সাংগঠনিক চাপের মুখে ফেলতে চায় পাকিস্তান। সে ক্ষেত্রে দুই পয়েন্ট হারালেও তারা সিদ্ধান্ত বদলাবে না বলে ইঙ্গিত মিলেছে।
সবকিছু ঠিক থাকলে সোমবার (২২ জানুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে ফেডারেল সরকারের চূড়ান্ত অবস্থান জানতে চাইবেন তিনি। এরপরই ঘোষণা আসবে—পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না, নাকি শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা হবে। পাকিস্তানের এই সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে পুরো ক্রিকেট বিশ্ব।
এদিকে পাকিস্তান ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর