আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখতে মোংলায় সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনি নিরাপত্তা জোরদার করতে নৌবাহিনীর এই আগমনে সাধারণ জনগণের মধ্যে স্বস্তির আবহ বিরাজ করছে।
মঙ্গলবার বেলা ১১টায় মোংলা নৌবাহিনী কন্টিনজেন্টের সামনে থেকে শহরে ফুট পেট্রোলিং শুরু হয়। এ সময় নৌবাহিনীর সদস্যরা পৌর শাপলা চত্বর, বিএলএস সড়ক ও উপজেলা চত্বরসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেন।
টহল চলাকালে নৌবাহিনীর সদস্যরা পথচারী, ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সন্ত্রাস, নাশকতা ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।
মোংলা নৌবাহিনী কন্টিনজেন্ট জানিয়েছে, নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম চালানো হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপকূলীয় এলাকা ও বন্দর নগরী মোংলায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর