জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্রশক্তির নেতা সামি আব্দুল্লাহ জানিয়েছেন, দুপুর ১২টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করা হয়। পাটওয়ারী ওই কলেজের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (২৪ জানুয়ারি) ফজরের নামাজের পর টানা গণসংযোগ কার্যক্রম শেষ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ জানিয়েছেন, সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ শেষ হওয়ার পর তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। এই কারণে তার কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। পাটওয়ারী সুস্থ হলে পুনরায় কর্মসূচি শুরু হবে এবং সময় ও স্থান পরে মেসেজের মাধ্যমে জানানো হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী শান্তিনগর বাজারে এক গণসংযোগে বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারা ভয় দেখাতে আসবে, আমরা ধৈর্য ও শান্তির সঙ্গে তাদের মোকাবিলা করব।”
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি ও নয়াপল্টনে গণসংযোগ, জোহরের নামাজের জন্য পুরানা পল্টন মসজিদে উপস্থিতি, দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনী পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ এবং পরে মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগের পরিকল্পনা ছিল।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর