আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার সকল দলের প্রার্থীদের সঙ্গে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় জেলা পুলিশের আয়োজনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সকল প্রার্থীদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মো: কুদরত- ই-খুদা, পিপিএম-সেবা, পুলিশ সুপার বরগুনা।
জেলা পুলিশ সুপার কুদরত-ই-খুদা জেলার সংসদীয় ১ ও ২ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে,সকলের কাছে গ্রহণযোগ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রার্থীদের প্রচার প্রচারণার নির্বাচনী আইন ভঙ্গ না করার উপর দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন নির্বাচনকালীন সময়ে জেলা আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্ব রাখবে।
মতবিনিময় সভায় প্রার্থীদের সাথে আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), শাহেদ আহমেদ চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার, (পাথরঘাটা সার্কেল), মোঃ সালাহ্উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারিকুল ইসলাম মাসুদ, সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) সহ বরগুনা জেলার বিভিন্ন পর্যায়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর