পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারী অডিটরিয়াম চত্তর থেকে মিছিল শুরু করেন ছাতদল যুবদল সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিল টি পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রাশাসকের কার্য্যালয় হয়ে জজ কোর্ট এলাকায় শেষ হয়্ । এতে পঞ্চগড়ে যুবদল ছাত্রদল সেচ্ছাসেবক দল এবং তাতী দলের প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন ব্যারিস্টার নওশাদ জমিরের ছোট ভাই নির্বাচনী এজেন্ট বিশিস্ট লেখক মিডিয়া ব্যাক্তিত্ব ব্যারিস্টার নওফল জমির। মিছিলের স্লোগন ছিল ১২ তারিখ শুভ দিন ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন, পঞ্চগড়ের মার্কা ধানের শীষ মার্কা, গনতন্ত্রের মার্কা ধানের শীষ মার্ক।
মিছিল শেষে নওফল জমির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই গনতন্ত্রের বিজয় পঞ্চগড়ে আপামর জনসাধারনের বিজয়। আমরা নির্বাচিত হলে পঞ্চগড়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সেই সাথে পঞ্চগড়কে দেশের মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। মিছিলে অংশগ্রহনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর