মার্কিন ডলারের দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি ৫ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে। খবর রয়টার্স
বুধবার (২৮ জানুয়ারি) স্পট গোল্ডের দাম ১.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ২৫৫.৯৫ ডলারে দাঁড়ায়। লেনদেন চলাকালে এটি সর্বোচ্চ ৫ হাজার ৩১১.৩১ ডলারে ওঠে, যা নতুন রেকর্ড। এর আগের সেশনেও স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ৩.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ২৫০ ডলারে পৌঁছায়।
বাজার বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। এক্সএস ডট কমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক লিন ট্রান বলেন, বৈশ্বিক মুদ্রা ও রাজস্ব ব্যবস্থার ওপর আস্থা কমে যাওয়ায় স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে।
এদিকে মার্কিন ডলার চার বছরের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি দুর্বল রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ডলারের সাম্প্রতিক দুর্বলতাকে গুরুত্ব না দেয়ায় ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ বিদেশি ক্রেতাদের কাছে আরও সাশ্রয়ী হয়ে উঠেছে।
ট্রাম্প শিগগিরই নতুন ফেড চেয়ারম্যান নিয়োগের ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন। তিনি আশা করছেন, নতুন চেয়ারম্যান দায়িত্ব নেয়ার পর সুদের হার কমবে। বাজার বিশ্লেষকদের মতে, সুদের হার কমার প্রত্যাশা স্বর্ণের জন্য ইতিবাচক, কারণ স্বর্ণে বিনিয়োগ থেকে সুদ পাওয়া যায় না তাই নিম্ন সুদের পরিবেশে এর চাহিদা বাড়ে।
বর্তমানে চলমান জানুয়ারির মুদ্রানীতি বৈঠকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে বলে ধারণা করা হচ্ছে। তবে ভবিষ্যৎ নীতিগত দিকনির্দেশনা নিয়ে বাজারে জল্পনা চলছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। ডয়েচে ব্যাংকের বিশ্লেষকেরা বলছেন, বিনিয়োগ চাহিদা জোরালো থাকলে এ বছর স্বর্ণের দাম আউন্সপ্রতি ৬ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে।
রেকর্ড দামের পরও সাংহাই ও হংকংয়ে খুচরা পর্যায়ে স্বর্ণের চাহিদা শক্তিশালী রয়েছে। তবে গয়নার বাজারে উচ্চ দাম কিছুটা চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্য মূল্যবান ধাতুর বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট সিলভারের দাম ১.১ শতাংশ কমে আউন্সপ্রতি ১১১.৭৪ ডলারে নেমেছে, যদিও চলতি বছরে রুপার দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। প্লাটিনামের দাম ০.৬ শতাংশ কমে ২ হাজার ৬২৪.৩১ ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ বেড়ে ১ হাজার ৯৪৪.৭১ ডলারে উঠেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর