কুষ্টিয়ায় বিএনপি প্রার্থী স্বামীর পক্ষে পথসভায় বাংলায় বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন এক চীনা নারী। ব্যতিক্রমী এই ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা গেছে। কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তাঁর স্ত্রী ওয়াং লিনা। তিনি চীনা বংশোদ্ভূত। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই তিনি নিয়মিতভাবে বিভিন্ন গ্রামে পথসভা ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন।
সম্প্রতি সদর উপজেলার আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে আয়োজিত এক পথসভায় মাইক্রোফোন হাতে নিয়ে ওয়াং লিনাকে ভোটারদের উদ্দেশে ভাঙা ভাঙা বাংলায় কথা বলতে দেখা যায়। সেখানে তিনি বলেন, ‘আপনারা ভালো, ইলেকশন ভালো, আমার হাজবেন্ডও ভালো। আপনারা আমার হাজবেন্ড জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দিন।’
গত মঙ্গলবার রাতে জাকির হোসেন সরকার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রীর ওই বক্তব্যের ভিডিও প্রকাশ করেন। পোস্ট দেওয়ার পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয়দের অনেকে বিষয়টিকে নির্বাচনী প্রচারণায় একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন। বিশেষ করে একজন বিদেশি নারী বাংলায় কথা বলে ভোট চাওয়াকে অনেকে ইতিবাচকভাবে নিয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর