মোংলায় পশুর নদীতে নৌ পুলিশের একটি হাই-স্পিড বোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কাজী মাহবুব (২৮) নামে নৌ পুলিশের এক কনস্টেবল (চালক) দগ্ধ হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার দিগরাজ এলাকার বাজুয়া ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
মোংলা নৌ পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে অ্যাডিশনাল ডিআইজির আগমন উপলক্ষে প্রস্তুতি হিসেবে বুধবার রাতে বোটটি জ্বালানি তেল সংগ্রহের জন্য দিগরাজ এলাকায় যায়। তেল সংগ্রহ শেষে পুনরায় মোংলা ঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য ইঞ্জিন চালু করতে গেলে ব্যাটারির সংযোগস্থল থেকে স্পার্ক তৈরি হয়। বোটে থাকা পেট্রোল থেকে মুহূর্তের মধ্যেই আগুন পুরো জলযানে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর বোটে থাকা এক সদস্য সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চালক কাজী মাহবুব শরীরের বিভিন্ন অংশ পুড়ে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দাহ্য পদার্থ থাকায় বোটটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।
আহত পুলিশ সদস্যকে প্রথমে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে মোংলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফার কবির বলেন, "যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাটারি থেকে স্পার্ক সৃষ্টি হয়ে এই অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে আমাদের একটি বোট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন সদস্য আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে।"
কুশল/সাএ
সর্বশেষ খবর