মৌলভীবাজার জেলায় নির্বাচন শান্তিপূর্ণ করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে বেইজ ক্যাম্প স্থাপন করে মাঠে নেমেছে।
মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ-এর সরাইল রিজিয়নের চারটি সেক্টরে, ১৩টি ব্যাটালিয়ন, ১৭টি জেলায়, ৫৬টি উপজেলায়, ৯২টি সংসদীয় আসনে ৩৩০ প্লাটুন মোতায়েন হয়েছে।
শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজনের নেতৃত্বে মৌলভীবাজার জেলার জুড়ী ও বড়লেখা উপজেলা এবং সিলেট জেলার বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ এলাকায় বিজিবির বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সর্বস্তরের জনগণের পাশে আছে।
তিনি আরও বলেন, বিজিবি ২৯ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে অবস্থান করবে। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। একটি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই সময়জুড়ে বিজিবি সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর