আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসরা বাছাই পর্বে টানা পাঁচ জয়ে ইতিমধ্যেই বিশ্বকাপের মূলপর্বে এক পা রেখে দিয়েছিল।
সুপার সিক্সের এই ম্যাচে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হার নিশ্চিত হওয়ায়, দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের জন্য বিশ্বকাপ নিশ্চিত হলো।
বুধবার (২৯ জানুয়ারি) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। টার্গেট তাড়া করতে নেমে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করেছিল। এরপর বৃষ্টির কারণে খেলা মাঠে আর গড়ায়নি।
বৃষ্টি আইনের কারণে নেদারল্যান্ডসকে ২১ রানে জয়ী ঘোষণা করা হয়। এই ফলাফলের ফলে নেদারল্যান্ডসও মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের সঙ্গে সমান ৬ পয়েন্ট থাকা কারণে টাইগ্রেসদের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে।
বাছাই পর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে খেলার দৌড়ে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। টাইগ্রেসরা সুপার সিক্সে আরও দুই ম্যাচ খেলবে, তবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ায় ম্যাচগুলোতে আরও আত্মবিশ্বাসীভাবে খেলতে পারবে দলটি।
বাংলাদেশ নারী দলের এই সাফল্য দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। টাইগ্রেসরা ইতোমধ্যেই দলের মূল ভিত্তি ও খেলোয়াড়দের ফর্ম নিয়ে যথাযথ প্রস্তুতি শুরু করেছে। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স নজর কাড়ছে, যা বিশ্বকাপে বাংলাদেশের আশা আরও উজ্জ্বল করছে।
বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ ইংল্যান্ড ও ওয়েলসে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে দলটি আন্তর্জাতিক স্তরে তার দক্ষতা ও সামর্থ্য প্রমাণ করার সুযোগ পাবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর