মালয়েশিয়ায় এম এস ঢাকা ফ্যাশন কোম্পানির নতুন শাখা উদ্ভোধন

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৬, ০৫:৩৫ এএম

অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে উদ্ভোধন হলো এমএস ঢাকা ফ্যাশান কোম্পানির নতুন শাখা। শুক্রবার মালয়েশিয়ার চেরাস আম্বার বিজনেস প্লাজায় ফিতা কেটে এই শাখাটি উদ্ভোধন করেন মালয়েশিয়ান নাগরিক দাতু হাজি মোহাম্মদ খালেক ও মিসেস দাতিন। উদ্ভোধন কালে এম এস ঢাকা ফ্যাশান কোম্পানির কর্ণধার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, এই কোম্পানিটি আজ ২য় বছরে পা দিলো। বিদেশী নাগরিকরা আমাদের পন্য সামগ্ৰী খুব পছন্দ করে। আমরা এই কোম্পানির মাধ্যমে বাংলাদেশী পণ্য সামগ্রী যেন অন্যদেশে রপ্তানি করতে পারি সেই জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

আর আমাদের এই কোম্পানিতে বাংলাদেশী সকল ধরণের গার্মেন্টস পণ্য পাওয়া যাবে। উদ্ভোধন কালে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, সিনিয়র সহ সভাপতি মঞ্জু খাঁ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস,

যুবদল কুয়ালালামপুর মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত হোসেন ,সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, ব্যাবসায়ী মোহাম্মদ শাহজালাল, ছাত্রনেতা সাকিউর রহমান সুমন সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মিলাদের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: